মোঃ রাছেল, কচুয়া প্রতিনিধি:
করোনা ভাইরাস মহামারীতে কচুয়া পৌর যুবলীগ নেতা গাজী ফারুকের পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইফতারের আগ মুহুর্তে কচুয়া বিশ্বরোডে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
যুবলীগ নেতা গাজী ফারুক বলেন, আমার ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করছি। পথচারী ছিন্নমূল মানুষেরা যাতে একটু ভালো ভাবে ইফতার করতে পারে, এটাই আমার ক্ষুদ্র প্রয়াস। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করাই আমার আনন্দ। মানুষের কষ্টের দিনে পাশে থাকাই আমার লক্ষ্য।তিনি আরো বলেন, যারা ইফতারের আগ মুহুর্তে এ সড়ক দিয়ে যাচ্ছেন তাদের সবার হাতেই ইফতার তুলে দিচ্ছি। কারণ, বর্তমান করোনা সংকট পরিস্থিতে অনেক মানুষ বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু তার কাছে হয়তো ইফতার করার মতো টাকা নেই। এ জন্য আমি তাদের হাতে ইফতার দিয়ে যাচ্ছি।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- পৌর ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক শাহিন প্রধান, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজানুর রহমান কালু, ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, সহ-সভাপতি জামাল, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব গাজী, ছাত্রলীগ নেতা আউয়াল হোসেন সহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।