সম্পাদকীয়
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে রাতেও চলাচল করছে বালুবাহী বাল্কহেডসহ মালবাহী কার্গো। প্রতিদিন ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হচ্ছে বিপুল সংখ্যক মানুষ। নৌ পুলিশের হিসেব মতে, গত তিন বছরে ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটেছে। কখন কে দুর্ঘটনার শিকার হয় এমন আতঙ্কে থাকে নৌকা ও ট্রলারের যাত্রীরা। মতলব উত্তরে নদী পথে বালুবাহী বাল্কহেড দিনের বেলায় তো বটেই রাতের বেলায় অবাধে চলাচল করছে। এ বিষয়ে দৈনিক শপথ গতকাল ৩০ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সন্ধ্যার পর নদী পথে নিষেধাজ্ঞা অমান্য করে বল্কহেডের লাইট বন্ধ করে ধীরগতিতে চলাচল করে বলে জানান ভুক্তভোগীরা। এসব বাল্কহেডের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রাণহাণির ঘটনাও ঘটছে। বালু বোঝাই এসব বাল্কহেড পানির সঙ্গে মিশে থাকায় এটাকে দেখা যায় না। এ কারণে এসব বল্কহেড রাতে চলাচলের উপর রয়েছে নিষেধাজ্ঞা।
আর এই নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে বাল্কহেড চলাচল করার কারনেই এসব দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই এই নিষেধাজ্ঞা পরিপালনে বিআইডাব্লিউ অফিস আরো বেশি সোচ্চার হলে এসব দুর্ঘটনা কমে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এতে করেই নদীতে নিরাপদ চলাচল নিশ্চিত হবে বলে মনে করছেন সাধারণ মানুষ।