সম্পাদকীয়:
মতলব উত্তর থেকে চাঁদপুর পুরান বাজারে যাওয়ার পথে উপজেলার আমিরাবাদ ও গৌরাঙ্গ বাজারের ব্যবসায়ীদের স্পিডবোট নিয়ে ৮-৯ জন মুখোশধারী সন্ত্রাসী কাটা রাইফেল, শটগান, রামদা ও রড নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তারা ব্যবসায়ীদের সাথে থাকা টাকা-পয়সা লুটে নেয়। টাকার পরিমাণ নেহায়েত কম নয়, প্রায় অর্ধকোটি টাকা। মেঘনা নদীর সফরমালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। পণ্যবাহী দুটি ট্রলারে ডাকাতিকালে প্রায় অর্ধকোটি টাকা লুট হওয়ার অভিযোগ করেছেন এসব ব্যবসায়ীরা।
এসময় ডাকাতদের আক্রমনে অন্তত সাতজন আহত হয়েছেন। এ বিষয়ে দৈনিক শপথ ২৪জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চাঁদপুরে নৌরুটে ছোট-বড় দুর্ঘটনার কথা প্রায়ই শোনা যায়। কিন্তু স্পিডবোট ব্যবহার করে ফিল্মিস্টাইলে এ ধরনের ডাকাতির কথা এ অঞ্চলে এর আগে হয়েছে বলে কেউ মনে করতে পারছেন না। প্রশাসনের পক্ষ থেকে বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে অগ্রীম নিরাপত্তা নেয়ার কথা বলা হলেও এমন ঘটনায় এ পথে ব্যবসায়ী ও অন্যান্য যাত্রিরা সংকিত। তাই এধরনের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের আইনের আওতায় আনার দাবী সংশ্লিষ্টদের। তা নাহলে এরকম ঘটনার ধারাবাহিকতা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ।