সুমন আহমেদ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে নৌকা প্রতীকে ভোট দিলে ভোটারদের মারধর, এলাকাছাড়া করাসহ নানা হুমকি-ধমকি দেয়ার অভিযোগ উঠছে স্থানীয় আ.লীগ নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে।
ষাটনল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও আ.লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একেএম শরীফ উল্লাহ সরকার এ বিষয়ে গত ২৩ নভেম্বর মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা ও রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ষাটনল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুগন্ধি গ্রামে হিন্দু ও বেদে সম্প্রদায়ের লোক বসবাস করে। এখানে ভোটার রয়েছে প্রায় ৭ শতাদিক। তারা যাতে নৌকায় ভোট না দেয় সেজন্য সংখ্যা লঘুদের হুমকি প্রদান করে আসছে স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান। তিনি সাবেক স্বাস্থ্যমন্ত্রী (জাপার) মেজর জেনারেল সামসুল হকের ছেলে। তিনি জাপার রাজনীতি করলেও বাবার মৃত্যুর পর আ.লীগের রাজনীতিতে যোগদান করেন। অথচ বর্তমানে তিনি আ.লীগের বিরুদ্ধে কাজ করছেন। নৌকা প্রার্থীর সমর্থকদের প্রতি কোনো দয়া মায়া না করে মেরে ফেলার হুমকি দিয়েছে। নির্বাচনে নিজে স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস আলম সরকারের আনারস প্রতীকের পক্ষ নিয়ে কাজ করে যাচ্ছেন।
এমন হুমকির কারণে নির্বাচনী এলাকার ভোটারদের নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নির্ভয়ে ভোটদান নিয়ে দেখা দিয়েছে শঙ্কা ও আতঙ্ক। তাই এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।