বিল্লাল ঢালী:
করোনাভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধে নাগরিকদের সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকার। এই উদ্যোগটিকে কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। তাই চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রবেশ দারে স্টিকার সাঁটানো আছে “নো মাস্ক নো এন্ট্রি’। অর্থাৎ যার মুখে মাস্ক নাই সে ভিতরে প্রবেশ করতে পারবে না।
এছাড়াও মাস্ক ব্যবহারে জেলা প্রশাসক সর্বোচ্চ চেষ্টা ও তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওলিদুজ্জামান। তিনি বলেন, গত ২১ জুলাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে মাস্ক ব্যবহার সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে প্রতিটি কর্মস্থলে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন আবশ্যিকভাবে মাস্ক পরিধানের নির্দেশনা দেয়া হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসন সে মোতাবেক কাজ করে যাচ্ছে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, আমরা প্রায় এক মাস আগে থেকেই এ ধরণের স্টিকার বিভিন্ন স্থানে সাঁটিয়ে দিয়েছি। হয়তো কোথাও কোথাও থেকে মানুষ তা তুলে ফেলেছে বা ছিঁড়ে ফেলেছে। বর্তমানে গোরুর বাজারের প্রবেশমুখে এ ধরণের ব্যানার সাঁটিয়ে দেয়ার পরিকল্পনা চলছে। এছাড়া সাধারণ মানুষের সুরক্ষায় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি রেখেছে। জেলা প্রশাসকের নির্দেশে সচেতনায় কাজ করে চলেছি।