জনতার বাংলাদেশ স্বাধীনতাকামী মানুষের বাংলাদেশ সকল ধর্মের মানুষের স্বাধীনভাবে বসবাসের সুন্দর ভূমি বাংলাদেশ। বাংলাদেশের মানুষের স¤প্রীতিতে বসবাসের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। কালে কালে দেশটাকে শাসন করেছে ভিনদেশীয়দের দল যার ফলে দেশে নানা বর্ণের নানা মতের নানা মানসিকতা মানুষ রয়েছে। এই বাংলাদেশেই দেশের কৃষক কামার কুমার তাঁতি জেলে আরো কত পেশার মানুষ একসাথে বসবাস করে সকল ধর্মের মানুষ এ পেশার মানুষের কাছে যায় আপন কর্মের তরে দেশটাকে বড় ভালোবাসে। সকল মানুষ তাইতো ৫২ ৪৭ ৬৯ ৭০ সাল একাত্তরের স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়েছে। সব মানুষেরা মাতৃভূমির মায়ায় নির্দ্বিধায়। এখন কত মানুষ দেখি দেশটারে কত ভালবাসে এ সব ভালবাসার পেছনে নেই কোনো ত্যাগ আছে শুধু স্বার্থ। শূন্য থেকে হিরো বনে যাওয়ার পাঁয়তারা। অনাহারীর পেটে লাথি মেরে দুঃখীর দুঃখে আগুন জ্বালিয়ে ফায়দা লুটে নেয় যারা। আঁধার রাতে আগুন জ্বালিয়ে সামনে এসে হায় হুতাশ করে আসলে সর্বনাশের মূল প্রশাসনের চোখে দিয়ে রাখে ঘোড়া সমাজ তাদের ভালোই চেনে বলতে পারে না মুখ ফুটে তাদের এ নির্যাতনের কথা। বাহ এরা সমাজের বড় নেতা এদের তালিকা আছে প্রশাসনের হাতে। সমাজসেবক বলি সাধারণ মানুষের সত্য কথাগুলো কখনো বা সত্তে¡ কখনো বা মিথ্যে ধুলোয় মিশিয়ে দেয়। এরা সমাজসেবক জনপ্রশাসন যেকোনো তথ্য যেকোনো কথা যেকোন বিষয় জানতে চাইলে তাদের কাছে এসে প্রশাসন দেয় ধরা। অপরাধের অপরাধী ধরতে গিয়ে তাদের ধারায় যায় না। ধরা অপরাধে যারা করে তাদের দল বল ভারি রাখে বাধার সম্মুখীন হলে তাদের নিয়েই অপরাধ করেও যায় তারা সে রে এখন সমাজের দিকে তাকালে শুধু কুয়াশায় ঢাকা মানুষের মন গুলো আধারে থাকে পরে চলছে রমজান সারা বিশ্বব্যাপী বাংলাদেশ রমজান পালনে সোচ্চার করতে হবে। সকলে ধর্মে বর্ণে সকলের সকলকে সহযোগিতা করে সরকার ও সহযোগিতা করে জনগণের দেশের শাসন দেশকে শোষণ করা নৃত্য রাজনীতির চেহারা যে যেমন করে পারে শোষণ করে যায় উন্নয়নের বুলি ছড়িয়ে। শোষণ টাকে ঢেকে দিয়ে যায় এভাবেই চলছে শাসনের বেড়াজাল। এই জাল পেতে কেউবা আবার অবিশ্বাসের হাতে আটকে থাকে। যারা নিজেদের স্বাধীনতা সাধ বোঝে না বিশ্বাস করে না একে অপরের প্রতি প্রতিহিংসা জ্বালিয়ে থাকে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যায়। অনায়াসে তারা যাবার কিবা করে করবে দেশের সেবা আমরাই তাদের বলি আমরা তাদের সেবক বলি। দলে দলে হাটি মিছিল করি ¯েøাগান তুলি দেশ শাসন করে। আসলে শাসনের নামে করে নোংরামি। এই দেশের মানুষ কবে স্বাধীন হবে সে কথা ভেবে ভেবে মানুষ হয়ে আছে হয়রান। হায়রে স্বাধীনতা হায়রে শান্তি কিযে অশান্তিতে করছে বসবাস। আমজনতা দুঃখ তাদের হয়রানি তাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দীর্ঘশ্বাস তাদের। ভ্যাট এর আওতায় এসেছে যারা প্রকাশ্যে নাই তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘর থেকে বেরিয়ে গন্তব্যে পৌঁছাতে আবারো সেখান থেকে আসছে ফিরে যে টাকা হয়ে ব্যয়। সেসব ব্যয়ের সাথে টেক্স যোগ করা তাহলে জনগণ প্রতি পদে পদে খেয়ে আছে ধরা। আমলারা আছে ভালো অনেক ধান্দা আছে কাল। মুখে না বলে হাতে নাগো নেই সারাতে বলে যায় তাদের রেখেছি আমাদের করবে সেবা। দেখছি তারা আমাদের রক্ত চুষে খায় দেশটাকে বড় ভালোবাসি আমি আমাকে ভালোবাসি। আমি সবাইকে ভালোবাসবো কেন ভালোবাসবো সুন্দর সমাজ গড়তে হলে সচেতন মহল বলে বাংলাদেশ মানবতাবোধ মানবিকতা এসব শিক্ষার থাকতে হবে প্রাচুর্যতা।
আজ,
শনিবার , ১ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।