আমান উল্লাহ খান ফারাবী:
নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার ২০২২-২৩ বছরের নবাগত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ সেপ্টেম্বর (শনিবার) বিকালে নিসচার উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা শাখার সভাপতি মোঃ বারাকাত উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন রবিদাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান ফারাবী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামীম হাসান সজিব, প্রকাশনা বিষয়ক আব্দুল জলিল, সদস্য জাকির হোসেন পাটওয়ারী, ফারুক হোসেন, মোঃ ফাহিম প্রমুখ।
এসময় আলোচনা সভায় নিসচার প্রতিষ্ঠাবার্ষিকীর বিষয়, চাঁদপুর জেলায় নিসচার চেয়ারম্যান আগমন উপলক্ষে সম্মেলনে যোগদান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বারক লিপি প্রদান, প্রধান উপদেষ্টার সাথে নবাগত কমিটির মতবিনিময় ও নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠানে কর্মসূচি উপস্থাপন, বিশেষ প্রস্তাবনা ও বাস্তবায় প্রসঙ্গ শেষে সভা সম্পন্ন করা হয়।