বিল্লাল ঢালী:
চাঁদপুরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস মহামারীর সংকটময় সময়ে অযথা ঘুরাঘুরি, সরকারি নিশেষদাজ্ঞা অমান্য করাসহ মহামারী রোগ বিস্তারে সহায়তার অপরাধে ৫৪জনকে বিভিন্ন পরিমানে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২০, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড ও বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। চাঁদপুর সদরে নতুন বাজার, মিশন রোড ও কালীবাড়ী মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এ দিন ৫৪টি মামলায় ৫৪জনকে ৩৭হাজার ৪শ টাকা অর্থদন্ড দেয়া হয়।
তাদের দন্ডবিধির ২৬৯ ধারায় অর্থদন্ড দেয়া হয়। এছাড়া তাদেরকে সতর্কতামূকলভাবে এ অর্থদন্ড প্রদান করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণ একজন থেকে অন্যজনের মধ্যে যাতে না ছড়িয়ে পড়তে পারে সেজন্য এধরণের অভিযান অব্যাহত থাকবে। এসময় লোকজন যাতে জটলা পাকিয়ে কোথাও দাঁড়িয়ে না থাকে। নিরাপদ দূরত্বে অবস্থান করে করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য বলা হয়, নিজের প্রয়োজন শেষে বাসায় চলে যায় সেবিষয়ে নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।