স্টাফ রিপোর্টার :
চাঁদপুর চিত্রলেখার মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান মানিক এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহারে ২টি প্রতিষ্ঠানকে ৫হাজার ৫শ টাকা অর্থদন্ড করা হয় এবং সাড়ে ৫কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো : স্বত্বাধিকারী মেসার্স মেট্রো ব্রেড এন্ড কনফেকশনারীকে ৫হাজার টাকা ও মেসার্স আলী বেকারীকে ৫শ টাকা অর্থদন্ড প্রদান করে।
এছাড়াও চিত্র লেখার মোড়ে মেসার্স হংকং কনফেকশনারীকে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানা পরিচালনার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১হাজার অর্থদন্ড ধার্যপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টে উপস্থিত থেকে প্রসিকিউসন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুরের পরিদর্শক উত্তম কুমার। এসময় উপস্থিত ছিলেন নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান মানিক।