এইচ.এম নিজাম:
নির্বাচনের মাত্র ২৪ঘন্টা পর বিজয়ী এক ইউনিয়ন পরিষদ সদস্য মারা গেছেন। (ইন্নালিল্লাহ…রাজীউন)। তিনি হলেন চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ড থেকে বিজয়ী প্রার্থী মেম্বার মুরাদ মিজি। ১২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৬৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। অত্র ওয়ার্ডে উপ-নির্বাচনের বিষয়ে তিনি জানান, যখন গেজেট প্রকাশ হবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হন। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মুরাদ মিজি।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার ভক্ত সমর্থকরা তার এমন মৃত্যুতে সমব্যাথী। সবাই বলছে, মুরাদ মিজি খুব ভালো মানুষ ছিলেন। তার দীর্ঘদিনের ইচ্ছে ছিলো মানুষের সেবা করার। নির্বাচনে বিজয়ী হলেও মেম্বার হিসেবে মানুষের জন্যে কাজ করার সুযোগ পেলেন না।
গত পড়শু ১১ নভেম্বর চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৯নং বালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের থেকে তালা প্রতীকে নির্বাচন করেন মুরাদ মিজি। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নোমান মিজিকে ২০০ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হনএই ওয়ার্ডের অন্য দুজন মেম্বার প্রার্থী হলেন, আহসান উল্লাহ মিজি ও জাহাঙ্গীর অলম মিজি।