সুমন আহমেদ:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মতলব উত্তর উপজেলা বিএনপি নীরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের। আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন মিছিল সভাসহ কোনো কর্মসূচি পালন করেনি। সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তির আন্দোলনে মতলব উপজেলা বিএনপি নীরব ভূমিকা পালন করায় নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২৫ মাস কারাভোগের পর গত বছর ২৫ ফেব্রয়ারি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে আন্দোলন করছেন সারা দেশের নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তৃণমূল নেতাকর্মী জানান, তাঁকে মুক্তির আন্দোলনে সারা দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জোরালো আন্দোলন করলেও মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন মিছিল মিটিংসহ কোনো কর্মসূচিই পালন করে নি। দ্রুত খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সামিল হওয়ার দাবি জানান তৃণমূল নেতাকর্মীরা।
তৃণমূল নেতাকর্মী আরো জানান, মতলব উত্তরে মাঠ পর্যায়ে বিএনপির কার্যক্রম নেই বললেই চলে। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে উপজেলা বিএনপি কোনো কর্মসূচি পালন করেনি।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, সারাদেশে কেন্দ্রঘোষিত কর্মসূচির সাথে আমরা কাজ করছি। মতলব উত্তরে সহসাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায় বড় ধরণের কর্মসূচি গ্রহণ করবো।