মোহাম্মদ ইকবাল হোসেন:
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, আমি কখনোই নিজেকে নারী কর্মকর্তা মনে করিনি। নিজেকে সর্বদা একজন সরকারি কর্মকর্তা মনে করি। এর আগেও আমি অন্য জেলায় প্রথম নারী কর্মকর্তা হিসেবে কাজ করেছি। এলাকার উন্নয়নই আমার মূল কাজ। চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক এর অসমাপ্ত কাজগুলো অগ্রাধিকারভিত্তিতে শেষ করার পরিকল্পনা করেছি। পর্যটন নগরী তৈরি করতে জেলা প্রশাসনের তরফ থেকে যতটুকু সহযোগিতা দরকার তা করা হবে। বুধবার সকাল ১১টায় চাঁদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দায়িত্ব পালনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আরো বলেন, আমি যখন ফটিকছড়িতে কাজ করতে যাই। ওখানকার অনেকেই বলছিলো আমি ২মাস ওখানে কাজ করতে পারবো না। কিন্তু আলহামদুল্লিাহ আড়াই বছর আমি আমার অর্পিত দায়িত্ব পালন করে এসেছি। যেখানেই কাজ করি সেখানেই একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমার মূল ফোকাস হচ্ছে এখানকার যেই উন্নয়নমূলক কাজ এবং আইন শৃঙ্খলা রক্ষাসহ যাবতীয় যে দায়িত্ব আমার উপর অর্পিত হয় তা শতভাগ সততা ও নিষ্ঠার সহিত পালন করা। এক্ষেত্রে আমি সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, আমার অত্যন্ত ভালো লেগেছে আপনারা আজকে যেভাবে অতীতের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন কর্মকর্তাদের সুনাম করলেন এটা আসলেই অত্যন্তই ইতিবাচক এবং আমি আপনাদের ভিতর যে সহযোগি মনোভাব দেখলাম এবং প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে অসঙ্গতিগুলো দেখিয়ে দেয়া এবং কিভাবে কাজ করলে কাজ ভালো হবে সে পরামর্শ দেয়ার এবং প্রেরণা জুুগানো এটা অত্যন্তই প্রশংসার দাবীদার। আমি আপনাদের সাথে প্রথমেই জেলার প্রধান প্রধান সমস্যাগুলো ব্যাপারে কথা বলে জানতে চেয়েছিলাম। আমি মনে করি সাংবাদিকদের সাথে আলাপ করে জেলার প্রধান প্রধান সমস্যাগুলো জানতে পারব এবং সমস্যারোধে কাজ করতে পারব। চাঁদপুর প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তী সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তিনি।
জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক, (এডিএম) জামাল হোসেন।
আলোচনা শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এএইচ এম আহসান উল্ল্যাহ, গীতাপাঠ করেন বর্তমান কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র সুত্রধর।
এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, বিটিভি ও দৈনিক ইত্তেফাকের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল পাটোয়ারী, সাবেক সভাপতি দৈনিক জনকণ্ঠের চাঁদপুর প্রতিনিধি অধ্যক্ষ জালাল চৌধুরী, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাাদক ও শহীদ পাটওয়ারী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, বর্তমান সাধারণ সম্পাদক রহিম বাদশা, ইউএনবি-এর চাঁদপুর প্রতিনিধি অধ্যক্ষ দেলোয়ার আহমেদ, দৈনিক চাঁদপুর খবর এর সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময়ের চাঁদপুর প্রতিনিধি এমএ লতিফ।
অলোচনা সভায় উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর সংবাদ এর সম্পাাদক ও প্রকাশক আব্দুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণের ভারপ্রাপ্ত সম্পাদক আরটিভির জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, এটিন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি পার্থনাথ চক্রবর্তী, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এড. শাহজাহান মিয়া, একাত্তর টেলিভিশন-এর চাঁদপুর প্রতিনিধি ও দৈনিক শপথের সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, দৈনিক আলোকিত চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন, সময় টিভি ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুল আউওয়াল রুবেল, প্রথম আলো ও মাছরাঙা টিভি জেলা প্রতিনিধি আলম পলাশ, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইব্রাহিম রনি,সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেন লিটন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদাউস, চ্যানেল আই চাঁদপুর জেলা প্রতিনিধি মোরশেদ আলম, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, আলোকিত বাংলাদেশের চাঁদপুর প্রতিনিধি শওকত আলী, চাঁদপুর দর্পণের মনির চৌধুরী, বাসসের চাঁদপুর প্রতিনিধি আব্দুস সালাম জুয়েল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম মাসুদ, চাঁদপুর বার্তার শাহআলম মল্লিক, চাঁদপুর দর্পণের এ কে আজাদ, দৈনিক চাঁদপুর দর্পণের আশরাফুল আলম, ডিবিসি এর জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, চাঁদপুর প্রবাহের শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, চাঁদপুর প্রতিদিনের আশিক বিন রহিম, দৈনিক শপথের স্টাফ রিপোর্টার ও জাগো নিউজ২৪.কম এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, শাহরিয়া পলাশ, আহম্মদ উল্লাহ, মোহাম্মদ ইকবাল হোসেন প্রমূখ।