ইকবাল পাটওয়ারী স্বপন:

বেসরকারি টিভি চ্যানেল নিউজ২৪-এর চাঁদপুর প্রতিনিধি এবং সাপ্তাহিক শপথ এর নিবার্হী সম্পাদক খোকন কর্মকার করোনা আক্রান্ত হয়েছেন। ২১জুলাই তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন
জানা যায়, গত ১৯ জুলাই খোকন কর্মকার হাসপাতালে গিয়ে নমুনা দেন। এর তিন দিন পর করোনা পজেটিভ আসে। মঙ্গলবার থেকে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। খোকন কর্মকার চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য।
এ সংগঠনের সভাপতি আল ইমরান শোভন জানান, আমাদের সংগঠনের এক সম্মানিত সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার জন্য সকলে দোয়া করবেন, তিনি যাতে দ্রুত সুস্থতা লাভ করেন।
পাশাপাশি আমাদের সম্মানিত সকল সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে সতর্কভাবে চলাফেরা করার জন্অযে নুরোধ জানান।
দেশের এই ক্রান্তিলগ্নে আমরা যেন প্রত্যেকের প্রতি মহনশীল ও সহযোগিতার হাত বাড়িয়ে দেই, সেই প্রত্যাশা করেন তিনি।