‘চাঁদপুর লঞ্চ জোন’সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের মধ্যে অন্যতম একটি সেরা গ্রুপ এটি। লঞ্চ ও নদী সম্পর্কিত বিস্তারিত তথ্য উপস্থাপন করাই এই গ্রুপের মূল উদ্দেশ্য। চাঁদপুরের একঝাক তরুণের প্রচেষ্টাতেই পরিচালিত হচ্ছে চাঁদপুরের জনপ্রিয় এই ফেসবুক গ্রুপটি।
বর্তমানে চাঁদপুর থেকে ঢাকা বা ঢাকা থেকে চাঁদপুর যাতায়াতের জনপ্রিয় মাধ্যম হলো নদীপথ। এই নদীপথে চাঁদপুর-ঢাকা রুটে প্রতদিন কমপক্ষে ৩০টি লঞ্চ চলাচল করে। এছাড়া অন্যান্য রুটের লঞ্চও চাঁদপুর ঘাটে যাত্রী নেওয়ার জন্য থামে।মোটকথা চাঁদপুর নদীবন্দর বর্তমানে নদীপথের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে।
নদীপথে ভ্রমণ আরামদায়ক ও সাশ্রয়ী হওয়ার কারণে প্রতিদিনই এই রুটের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং এই রুট দিয়ে চাঁদপুর জেলার মানুষ ছাড়াও অন্যান্য জেলার মানুষ যাতায়াত করছে প্রতিদিনই। চাঁদপুর-ঢাকা নদীপথে চলমান সকল লঞ্চের তথ্যাদি এবং সময়সূচী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদানের ক্ষেত্রে চাঁদপুর লঞ্চ জোন ফেসবুক গ্রুপ সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
এছাড়াও চাঁদপুর-নারায়ণগঞ্জ এবং চাঁদপুর-বরিশাল রুটে চলাচলকারী লঞ্চ ও স্টিমারের তথ্যও এই গ্রুপ থেকে জেনে নেওয়া সহজতর। এতে করে এই রুটে ভ্রমণকারী যাত্রীরা সহজেই লঞ্চ সম্পর্কিত তথ্য সঠিকভাবে পেয়ে যাচ্ছে এই গ্রুপের মাধ্যমে।
তাছাড়াও যাত্রীরা চাইলেই নদীপথে ভ্রমণকালের অভিজ্ঞতা, পরামর্শ এবং মতামত গ্রুপে শেয়ার করতে পারছে অনায়াসে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের কাছে চাঁদপুর লঞ্চ জোন গ্রুপটি খুবই পরিচিত একটি নাম।
উল্লেখ্য, চাঁদপুর লঞ্চ জোন ফেসবুক গ্রুপের যাত্রা শুরু হয় ১৯ ফেব্রুয়ারি ২০১৮সাল থেকে। এখনো বেশ সুনামের গ্রুপটি চলমান। গ্রুপটি সবসময় মানুষকে সঠিক তথ্যসেবা দিয়ে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন গ্রুপের এডমিন প্যানেল।
সাগর আচার্য্য