আহসান হাবিব পাটওয়ারী:
শাহরাস্তি উপজেলার নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ জানুয়ারি সকাল ১১ টায় বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহরাস্তি উপজেলার সহকারী শিক্ষা অফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাস্টার শাহ আলমের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মামুন উর রশীদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কবির হোসেন, নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহমেদ, সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলী হোসেন খান, ইসমাইল হোসেন, স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলম, রেলওয়ে কর্মকর্তা (অবঃ) হুমায়ন কবির পাটওয়ারী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নুরে আলম মিয়াজিসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।