মো. হোসেন বেপারী:
হাজীগঞ্জ পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিস চলাকালীন সময়ে নামাজ পড়া বাধ্যতামূলক করলেন হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। ২১ মার্চ সোমবার হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। ওই সময় তিনি জানান, হাজীগঞ্জ পৌরভবনের মসজিদে যোহরের নামাজ আদায় করা হয় ১টা ১৫ মিনিটে। সেই সুবাদে ১টা ১০ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীকে নামাজ আদায়ের জন্য বলা হয়। এতে করে সাময়িক সময়ের জন্য গ্রাহকদের সেবা পেতে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানান তিনি।