মো. কবির মজুমদার:
মতলব দক্ষিণ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে রাস্তার পাশে ডোবার পানিতে ডুবে এক শিশু মারা গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার ডুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম মীম (১০)। সে মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামের বিল্লাল মিজির মেয়ে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া দৈনিক শপথকে বিষয়টি নিশ্চত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শিশু মীম তার মা কাউছারের সঙ্গে নানার বাড়ি ডুলিয়াপাড়া গ্রামে বেড়াতে আসে। গতকাল বুধবার সকালে নানার বাড়ির পাশে একটি বিলে শিশু মীম তার মামাতো বোনের সাথে মাছ ধরতে যায়। হটাৎ তার দু’জন বিলের পাশে একটি ডোবার পানিতে পড়ে যায়। মীমের মামাতো বোন সাঁতরে বিলে উঠতে সক্ষম হলেও মীম ডোবার পানিতে ডুবে যায়। পরে স্বজনেরা এসে ডোবা থেকে মীমকে উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, শিশু মীম ডোবার পানিতে ডুবে মারা গেছে। মামার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল সে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।