সম্পাদকীয়
জীবনের খেলা ঘরে কত বেলা কেটেছে আমার হেলায় হেলা। যে যেমন চায় হয়তবা কেউ পায়। সময়ের যাতা কলে আটকে থাকে কেউ সময়তো থাকে না বসে। এভাবেই গেল চলে জীবন থেকে ১৪২৭ বঙ্গাবদ্ধ। নব উদ্দীপনায় এলো ১৪২৯ বঙ্গাবদ্ধ। কার হাসি কার কান্না পৃথিবীর দিন সপ্তাহ মাসের শেষে মাস এসে নতুন বছরের এলো ডাক। দৈনিক শপথ পত্রিকা পরিবারের পক্ষ থেকে জানাই সকলস্তরের জনগণ এবং শুভানুদ্ধায়ীগনকে জানাই নববর্ষ শুভেচ্ছা। বিগত দিনের সকল জরাজীর্ণতাকে ভুলে এগিয়ে যেতে চাই সফলতার বন্দরে। জীবনের যত বিফলতাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া জাতি সফলতার চরম শিখরে এগিয়ে যাব আমরাও যদি পাই র্সবস্তরের আন্তরিক সহযোগিতা। গনমাধ্যম র্কমীদের নিবিড় আতত থাকে প্রশাসনের বাহ্যিক সকল ক্রিয়াকলাপের সাথে। জনপ্রশাসনের সকলস্তরের সকল দপ্তরের সাথেও থাকবে আশা বেঞ্জক র্কমউদ্দীপনা। আমারা শপথ পরিবার আছি ছিলাম থাকব সকলস্তরের সাধারণ জনগণের সাথে। নানান জনের নানান মতের মানবিক দিকের স্বপক্ষে এবং অনৈতিক সকল মতের বিপক্ষে। আমাদের কখনো কারো সাথে শত্রæতা ছিলো না। আর থাকবেওনা। যত অনিয়মের ঘাড়ে আমাদের যত পদাঘাত। ফলে কারো রক্ত চক্ষুকে আমারা কখনো পাত্তা দেইনি আর দেবওনা। নববর্ষ সকল প্রেক্ষাপটে নবউদ্দোমে সবাই এগিয়ে যাক এটাই কামনা।