সম্পাদকীয়
প্রকৃতির মধ্যে বিভিন্ন সৃষ্টি বিদ্যমান রয়েছে। বিবেক সম্পন্ন বুদ্ধিমত্তা এবং জ্ঞানের অফার ভান্ডার হিসেবে সৃষ্টি করেছে মানব জাতিতে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রতিদিন নব আদিত্য এবং নব আদিত্যের গন্তব্য পরিলক্ষিত হই এই পরিলক্ষিত হতে হতে দিনের পর দিন সপ্তাহ পক্ষ এবং মাসের পর মাস পেরিয়ে বছর বেরিয়ে আসে। কিন্তু বছর পেরিয়ে আসার মধ্যে আমাদের প্রভাব খাটানোর কিছুই নেই বর প্রকৃতির অতি প্রাকৃতিক রহস্য আমাদেরকে পার করে নিয়ে আসে। বছর পার করার মধ্যে রয়েছে আনন্দ বেদনা প্রাপ্তি অপ্রাপ্তি পরিপূর্ণতা অপরিপূর্ণতা আগমন গমন অর্জন সমর্পণ এবং চিরতরে দৃষ্টির অলক্ষে পৌঁছে দেয় এমন বুদ্ধিমত্তা সম্পন্ন সৃষ্টিকে অতি প্রাকৃতির রহস্যের মায়াজালে আবদ্ধ থেকে পার করা বছরের ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে মনের সকল পঙ্কিলতা দূর করে নব আদিত্য নববর্ষের অবারিত শুভেচ্ছা দৈনিক শপথ পরিবারের পক্ষ থেকে জ্ঞাপন করছি। দৈনিক শপথের সাথে চাঁদপুর জেলাবাসীর সামরিক এবং বেসামরিক তথা সমগ্র বাংলাদেশ এছাড়াও পৃথিবীর যে যেখান থেকে আমাদের দৈনিক শপথ পত্রিকার সকল শ্রেণির পাঠক এবং সম্পৃক্ত অসম্পৃক্ত পাঠক শুভানুধ্যায়ী এবং বিভিন্ন বিজ্ঞাপন দাদা সকলকে আবারো জানাই নববর্ষের প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকবো সবাইকে ভালো রাখবো এই প্রত্যাশায় সুন্দর সকাল উপভোগ করব সমগ্র মানুষের কল্যাণে নিজেকে উজাড় করব এই হোক নববর্ষের প্রত্যাশা।