আকাশ থেকে তারা খসে পড়ে
চন্দ্রকে গিলে খায় কৃষ্ণ
দুচোখ জুড়ে রক্তিম আভা
সরলতা জমে হয় বক্রতা।
গ্রীষ্মের তপ্ত দাহের মত কিংবা
বর্ষার তীব্র আক্ষেপময় শিলার মত
তীক্ষ্ণ শব্দমালা
হৃদয় করে চৌচির।
এরপর অভিমানের পাহাড় উঁচুতর হয়
স্মৃতিগুলো পথে পড়ে রয়
মনের দেয়াল টপকে
দৃষ্টিতে ফিরে না আর
সোনালী সূর্য।