ছোট বেলা থেকেই মনের গভীরে সাংবাদিকতার প্রতি একটা দূর্বলতা কাজ করতো। পারিবারিক সূত্রে সাপ্তাহিক শপথের প্রতিষ্ঠাতা কাদের পলাশ ভাইয়ের সাথে পরিচয় থাকায় বিষয়টি জানতেন তিনি। ২৫শে আগস্ট ২০১৯, বেলা দুপুর জানতে পারলাম আগামীকাল অর্থাৎ ২৬শে আগস্ট ২০১৯ সাপ্তাহিক শপথ এর প্রথম আত্মপ্রকাশ।
২৬শে আগস্ট ২০১৯ সকাল,শরীরে জ্বর তখন ১০১ কি ১০২ ডিগ্রি। যেতে হবে ঢাকা থেকে চাঁদপুর। সদরঘাটে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সকালের লঞ্চ আর ধরা হবে না।
মনে হলো আজ আর বুঝি যাওয়া হবে না চাঁদপুর। অসুস্থতা আমায় পিছিয়ে দিলো। কিন্তু সাপ্তাহিক শপথের প্রতি ভালোবাসা মানেনি কোন বাধা। সিদ্ধান্ত একটাই যেতে হবে চাঁদপুর, ঘর থেকে বেরিয়ে পড়লাম, গ্যারেজে গিয়ে মোটরসাইকেল স্টার্ট দিয়ে রওনা হলাম চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রানের সাপ্তাহিক শপথের প্রথম আত্মপ্রকাশের অনুষ্ঠানে। সেই থেকেই সাপ্তাহিক শপথের সাথে সাংবাদিক জীবনের প্রথম পথচলা।
মনে হয় যেনো খুব বেশি দিন আগে নয়, এই মাত্র কয়টা দিন আগের কথা কিন্তু দেখতে দেখতে প্রথম বর্ষ পেরিয়ে আজ দ্বিতীয় বর্ষে প্রানের সাপ্তাহিক শপথ।
দিন রাত জ্বালাতন করে কাদের পলাশ ভাইয়ের কাছেই সাংবাদিকতার হাতেখড়ি। সত্যকে সামনে তুলে ধরার অঙ্গীকার নিয়ে এই যাত্রা শুরু হয় ২৬শে আগস্ট রোজ সোমবার ২০১৯। তুলে ধরেছে বাংলার মানুষের কথা,দেশ ও জাতির কথা।
ভার্চ্যুয়াল জামানায় সংবাদপত্রের আত্মপ্রকাশ এক কঠিন চ্যালেঞ্জ হলেও সকল প্রকার বাধা বিপত্তি পেরিয়ে আজ সকল পাঠকের মন জয় করে অন্তরে স্থান করে নিয়েছে। সাপ্তাহিক শপথ পরিবারের একজন সদস্য হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। সাপ্তাহিক শপথ পরিবারের প্রতি রইলো অনেক শুভকামনা ও ভালোবাসা। সাফল্যের চূড়ায় পৌছে যাক প্রান প্রিয় সাপ্তাহিক শপথ।ঢাকা-স্টাফ রিপোর্টার,সাপ্তাহিক শপথ।
আজ,
বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।