স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের অন্যতম নিয়মিত পত্রিকা দৈনিক শপথ-এর সাহিত্য সম্পাদক ও কবি ও লেখক ম. নূরে আলম পাটওয়ারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটের দ্বিতীয় তলার ১৬নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে শারীরিক অবস্থার অবনতি অনূভব হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি বিগত কয়েক দিন শারীরিক অসুস্থতা বোধ করলে চিকিৎসকরা তাকে করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। গত বুধবার করোনা পরিক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।
সাহিত্যিক ম.নূরে আলম পাটোয়ারী দৈনিক শপথ পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকেই সাহিত্য পাতাটি দক্ষতার সঙ্গে সম্পাদনা করে আসছেন। এর আগে তিনি বিভিন্ন পত্রিকায় সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি চাঁদপুর লেখক ফেরামের সাধারণ সম্পাদক এবং কামরাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবারের তরফ থেকে তার আশু রোগ মুক্তিতে দোয়া চেয়েছেন।