কাদের পলাশ:
আমি প্রতিটি দিনকেই নতুন ভাবে উপভোগ করার চেষ্টা করি। কারণ প্রতিদিন একটা নতুন ভোর হয় সূর্য উঠে। আমি প্রতিটি ভোরকেই নতুন ভাবে শুরুর জন্যে প্রার্থনা করি। আজকের নতুন ভোরে অর্থাৎ দৈনিক শপথ এর জন্মদিনে সবাইকে অফুরান শুভেচ্ছা জানাই। হাঁটিহাঁটি পা পা করে আমার সাংবাদিকতার ১৫বছর চলছে। এসময়ে যতোটা কষ্ট পেয়েছি তারচে ঢের সাংবাদিকতা ও জীবনকে উপভোগ করেছি। কষ্ট পাওয়া আমার অযোগ্যতা। আর ওসব গায়ে না মাখা ও ভুলে যেতে পারি বলে নিজেকে ধন্যবাদ দিই। উল্টোদিকে উপভোগ করা আমার যোগ্যতা। আমার ছোট ছোট প্রতিটি অর্জন তুমুল আনন্দ দেয়। কারণ প্রতিটি অর্জনের পেছনে অক্লান্ত পরিশ্রম আর অধ্যাবসায় রয়েছে। শুধু সাংবাদিকতা নয়, সম্পাদক হিসেবে নিজের দায়িত্ববোধকে শ্রদ্ধা করি। সাংবাদিকতায় আমার প্রতিটি কর্মস্থলের শ্রদ্ধাভাজনদের কাছে ঋণী আছি থাকবো। শিক্ষানবীশ আইনজীবী হিসেবে আমি প্রতিটি দিনকে উপভোগ করি। একজন লেখক হিসেবে প্রতিটি মুহূর্তকে জীবনের সাথে আপন করে নেই। আমার সৃজনশীল চর্চা বিপুল তৃপ্তি দেয়। আমার পথচলায় সুন্দরকে সাথে করে চলি। তিন বছরের প্রবাস জীবনে আমার যে পেশা ছিলো সে পেশাকেও আমি শ্রদ্ধা করি। কারণ আমার জীবনকে উপভোগ করতে শিখিয়েছে প্রবাস। প্রবাসের সকল বন্ধুকে জানাই হৃদয় নিংড়ানো পরম শ্রদ্ধা আর ভালোবাসা। অল্প কথায় অনেক কথা বলার কারণ হচ্ছে মূলত দৈনিক শপথকে নিয়ে কিছু বলা। দৈনিক শপথ আমার সন্তান। যদিও এ সন্তানকে লালন পালন করছি একঝাঁক কলম যোদ্ধা। পত্রিকার সাথে সম্পৃক্ত সবাই খুবই আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। এজন্যে সবাইকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। দৈনিক শপথ আমাকে যতটা দিয়েছে তার থেকে অনেকে বেশি নিয়েছে। তারপরেও শপথ আমার অস্তিত্বে মিশে গেছে। আমি সকল দুঃখ ভুলে যাই সবগুলো অর্জনে বিপুল আনন্দ পাই। দৈনিক শপথ নবযাতক থেকে এখন শিশুকাল পার করছে। মাত্র তিন বছরেই শপথ পাঠক প্রিয়তা অর্জন করতে পেরেছে বলে আমরা বিশ্বাস করি। এ পাঠক প্রিয়তা আরো বৃদ্ধি পাবে এটা আমার শতভাগ আস্থা ও বিশ্বাস। দৈনিক শপথ প্রান্তিক মানুষের কথা বলে। কথা বলে আপমর জনতার। দৈনিক শপথ যদি একটা ভালো কাজ করে তবেই আমার স্বার্থকতা। আমার অনেক টাকা নেই। সম্পাদক হিসেবে যে আর্থিক সামর্থ থাকার কথা তা আমার নেই। যা আমি অপকটে স্বীকার করছি। তবে শপথের পথ চলায় আমার দীনতাকে বুঝতে দেই নি। বিশ্বাস করি খুব সহসাই দৈনিক শপথ আর্থিকভাবেও স্বাবলম্ভি হতে পারবে। তখন হয়তো আর দৈনিক শপথ নিয়ে টানাপোড়ন থাকবে না। এ টানাপোড়ন হয়তো বাহিরে কেউ দেখে না। কিন্তু একটি পত্রিকা নিরবিচ্ছিন্ন প্রকাশনা অব্যাহত রাখা কতোটা কষ্টস্বাধ্য এর সাথে সম্পৃকতরাই বলতে পারবেন। বিশ্বাস করি দৈনিক শপথ মানুষের জন্যে কাজ করতে করতেই অনেক বড় হবে। অনেকদূর এগিয়ে যাবে। নিশ্চয় শপথ একদিন শতবর্ষ পালন করবে। দৈনিক শপথ মানুষের আরো আস্থা আর ভালোবাসা পেতে চায়।
দৈনিক শপথ এর সকল গ্রাহক, পাঠক, বিজ্ঞাপনদাতা শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। পেছনের দুঃখ ও বিষাদ ভুলে আমরা এগিয়ে যাবে আগামীর পথে। লক্ষ্য সমৃদ্ধির বাংলাদেশ। সবাইকে আবারও শুভেচ্ছা।
আজ,
বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।