♥ মেহেদী হাসান দিপু : ঢাকা
নতুন করে ৭০৯ জন করোনা রোগী সনাক্ত। ২৪ ঘন্টায় মৃত্যু বরন করেছেন ৭ জন এবং সর্বমোট মৃত্যু বরন করেছেন ২০৬ জন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সারাদেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ১৩৪জন। নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ৮ মে (শুক্রবার) নিশ্চিত করেন।
তিনি এক প্রতিক্রিয়ায় জানান,মৃত ৭ জনের মধ্যে পুরুষ ৫ জন এবং মহিলা ২জন। মৃত ব্যাক্তিদের একজনের বয়স ৯০ বছরের উপর,৭১-৮০ বছর বয়সের মধ্যে ২ জন,৬১-৭০ বছর বয়সের মধ্যে ২ জন এবং ৫১-৬০ বছর বয়সের মধ্যে ২ জন।গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৭০৭টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৪১টি।অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৯১ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ২১০১ জন। নতুন করে ২৪ ঘন্টায় আইসোলেশনে আনা হয়েছে ১০৩ জন এবং সর্বমোট আইসোলেশনে আছেন ১৮৭৪ জন। এর মধ্যে নতুন করে ছাড় পেয়েছেন ৪০ জন এবং সর্বমোট আইসোলেশনে থেকে ছাড়া পেয়েছেন ৯৯০জন।
করোনা পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের সুস্থতার বিষয়ে কিছু সুপারিশ ও নির্ণায়ক www.dghs.gov.bd এই ওয়েবসাইটে দেয়া আছে যা যথাযথ ভাবে পালন হলেই একজন রোগী সুস্থ হিসেবে হাসপাতাল থেকে ছাড়া পাবে বলে জানানো হয় স্বাস্থ্য অধিদফতর থেকে।