মেহেদী হাসান দিপু, ঢাকা:
সারাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করোনা রোগী সনাক্ত হয়েছেন ৬৩৬ । প্রেস ব্রিফিং এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং সর্বমোট মৃত্যু বরন করেছেন ২১৪ জন। সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩ হাজার ৭৭০ জনে। বিষয়টি ৯মে (শনিবার) দুপুর আড়াইটার সংবাদ ব্রিফিংয়ে নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ে তিনি আরও জানান,মৃত ব্যাক্তিদের মধ্যে সকলেই পুরুষ ।
তাদের মধ্যে ২ জন ৭১-৮০ বছর বয়সের ,৬১-৭০ বছর বয়সের মধ্যে ২ জন, ৫১-৬০ বছর বয়সের মধ্যে ১ জন, ৪১-৫০ বছর বয়সের ২জন এবং ৩১-৪০ বছর বয়সের ১জন । প্রেস ব্রিফিং এর তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৪৭ টি এবং পূর্বের কিছু নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৪৬৫ টি। এই পর্যন্ত গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩১৩ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ২৪১৪ জন।
নতুন করে ২৪ ঘন্টায় আইসোলেশনে আনা হয়েছে ১৯৬ জন এবং সর্বমোট আইসোলেশনে আছেন ২০১৭ জন। এর মধ্যে নতুন করে ছাড় পেয়েছেন ৫৩ জন এবং সর্বমোট আইসোলেশনে থেকে ছাড়া পেয়েছেন ১০৪৩ জন।
স্বাস্থ্য অধিদফতর থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণকে www.dghs.gov.bd এই ওয়েবসাইটে দেয়া সকল স্বাস্থ্যবিধি এবং দৈনন্দিন কাজের জন্য সকল নিয়ম সমূহ মেনে চলার জন্য কঠোর ভাবে বলা হয়