মেহেদী হাসান দিপু, ঢাকা:
সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ১২হাজার ছুঁই ছুঁই। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাংলাদেশেও দিন দিন বেড়েই চলছে।
৫ মে (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিশ্চিত করেন।
আজ ৬ মে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়, সারাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৯০ জন কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এবং গত ২৪ ঘন্টায় ৬২৪১ টি নমুনা পরীক্ষা করা হয়। ৭৯০ জন সহ দেশে মোট আক্রান্ত সংখ্যা ১১ হাজার ৭১৯ জন। গত ২৪ ঘন্টায় কোভিড ১৯ আক্রান্ত হয়ে দুইজন পুরুষ ও একজন নারীর সহ সারাদেশে তিনজন মৃত্যুবরণ করেন।