মেহেদী হাসান দিপু, ঢাকা:
করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে প্রতিনিয়ত । গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও নতুন সনাক্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। এই নিয়ে বর্তমানে সারাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০ হাজার ৬৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৫ জন এবং সর্বমোট মৃত্যু বরন করেছেন ২ শত ৯৮জন।
১৫ মে (শুক্রবার) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিশ্চিত করেন।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জন ছিলেন পুরুষ এবং ৮ জন মহিলা। মৃত ব্যাক্তিদের মধ্যে ৮১ থেকে ৯০ বছর বয়সের ২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ৮ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের ১ জন, ২১ থেকে ৩০ বছর বয়সের ১ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের ১ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪১টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৬৮২ টি। তাছাড়াও ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭৯ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮ শত ৮২ জন। নতুন করে আইসোলেশনে এসেছেন ২৫৯ জন এর মধ্যে ছাড় পেয়েছেন ৮১ জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন ২হাজার ৭ শত ৪৮ জন।সর্বমোট আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ৪ শত ৭৯ জন।
সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী IECDR কর্তৃক দেশের সকলকে কোয়ারান্টাইন এর সকল নিয়ম এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে বলা হয়েছে।