দেশকে ভালবাসি দেশের জন্য রাজনীতি করি। এছাড়াও সমাজনীতি শিক্ষানীতি ধর্মনীতি বামনীতি ডাননীতি অর্থনীতি নেটিজননীতি সকল কিছু এখন দুর্নীতি বেড়াজালে আটকে গেছে। সমগ্র বাংলাদেশের মুষ্টি কয়েক মানুষ ছাড়া প্রতি প্রত্যেকটা মানুষ এখন অস্থিরতার মধ্যে দিন কাটছে। এ অস্থিরতা অর্থনৈতিক অস্থিরতা শিক্ষানীতির অস্থিরতা ধর্মনীতির অস্থিরতা বাম নীতিতে অস্থিরতা ডান নীতিতে অস্থিরতা নেটিজননীতিতে অস্থিরতা এমনকি অর্থনৈতিক অস্থিরতার মধ্যে মানুষের দিনরাত এক করে দিয়েছে। এইসব প্রেক্ষাপটগুলো এখন একটি বেড়াজালে আটকে আছে সেটি হল দুর্নীতি বেড়াজাল। একটি নাম একটি পরিবার একটি দল এ যেন সমগ্র বাংলাদেশের মানুষের মাঝে জোরালো পক্ষপাত নীতি প্রতিষ্ঠার প্রতিফলন দেখা যাচ্ছে। যার ফলে দীর্ঘদিনের শাসন শোষণ সংস্কার উন্নয়ন এর সব মিলে ধুম্র জালে আটকা পড়ে আছে সমগ্র বাংলাদেশের সকল শ্রেণির মানুষ। দেশের সকল মানুষ পোশাক মোবাইল বিদ্যুৎ এই তিন বস্তু একান্ত নিজের মতো করে ধারন করায় নব নব সাজে সজ্জিত হওয়ায় জীবন চাহিদার আরো বিভিন্ন ক্ষেত্র রয়ে গেছে সেগুলোতে পদে পদে লাঞ্ছিত শোষিত বিবর্জিত হয়ে পড়েও মাথা নড়াতে পারছে না। পোশাক তার ভেতরের পরিস্থিতিকে ঢেকে দিয়েছে আভ্যন্তরীণ পরিবেশে তার ভেতরে কি অবস্থা রয়েছে সেটা পোশাকের কারণে প্রকাশ করতে পারছে না। হাতে মোবাইল থাকার কারণে নেট দুনিয়ার সাথে সম্পৃক্ত হয়ে এক ধরনের মাদকের মতো নেশায় মেতে উঠেছে আর মাসব্যাপী বাকিতে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পেয়ে জীবনের বিবেক বিবেচনার প্রত্যেকটা ঘাট মুখ থুবড়ে অলস হয়ে পড়েছে। এমনই ইঙ্গিত পাওয়া গেল জেলা প্রশাসক কামরুল হাসান থেকে ২৮ আগস্ট দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ হয়েছে শিশুদের হাতে মোবাইল ও মোটরসাইকেল দেয়া যাবে না। দেশের শিক্ষা ব্যবস্থার সময়টাকে এমনভাবে অলস করে দেয়া হয়েছে। এখন শিশুরা নেট এবং ভ্রমণ মোবাইল এবং যানবাহন এই দুইটার সমন্বয়ে সময় পার করার ব্যবস্থা চলমান। মানসিক পরিস্থিতিতে যখন অবসর সময় চলে আসলো তখন শিশুদেরকে কিভাবে সামলানো হবে। অভ্যস্ত শিশুরা দীর্ঘসময়ের শিক্ষাঙ্গনে কাটানোর পরেও এ সকল বিষয়ের উপর সম্পৃক্ত ছিল এখন সময় ও হাতে থাকতে মোবাইলেও সরিয়ে নেয়ার প্রক্রিয়া এবং যোগাযোগের সরঞ্জামও সরিয়ে নেয়া কিভাবে সম্ভব হবে। দ্রæত যোগাযোগ এবং দ্রæত প্রস্থান এই দুইটা মানব জীবনে এমনিতেই সাংঘর্ষিক। তাই পরিবার পরিজন বিষয়টাকে গুরুত্বসহিত দেখলে আপনার পরিবার-পরিজন ভালো থাকবে। নেট জগতের বিনোদনে সারাক্ষণ ব্যস্ত থাকার কারণে মানসিক অলসতায় মানুষ অবশ হয়ে গেছে। যার কারণে অভ্যন্তরীণ জীবন ব্যবস্থার কোথায় কি সমস্যা হয়ে আছে তার প্রতি মোটেই নজর দিচ্ছে না। আর এই বিষয়গুলো সমগ্র পৃথিবীতে তথা বাংলাদেশের মানুষকে নৈতিকতার নৈতিক চিন্তা চেতনার নৈতিক ভাবধারার নৈতিক অর্থনৈতিক মাপকাঠির নৈতিক সামাজিকতা নৈতিক রাজনীতি রাজনৈতিক ধ্যান-ধারণা সবকিছুকে গোল পাকিয়ে দিয়েছে। মানুষ নিজে কি হওয়ার কথা ছিল কিভাবে চলার কথা ছিল কোন পথে অর্থনৈতিক উপার্জনের চিন্তা করার কথা ছিল কোন পথে সামাজিকতা বজায় রাখার কথা ছিল কোন পথে সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখার কথা ছিল এমন সব বিষয়গুলো এখন মানুষের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে। কারণ বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। খাল বিল নালা সমতল জলাভূমিতে বিস্তর হয়ে আছে দেশের মাঝে যে সকল বড় বড় প্রজেক্ট উদ্ভাবন প্রস্তুত করা হচ্ছে এ সকল সামগ্রিকভাবে দেশের সকল মানুষের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত নয়। যেহেতু বাংলাদেশ কৃষিভিত্তিক জীবন ব্যবস্থার বিশাল অংশ রয়েছে। সেই দিকে কার্যক্রম আধুনিক থেকে অত্যাধুনিক করার প্রক্রিয়াতে সরকার আর্থিক যোগান দিলে প্রায় ৮৫% মানুষের জীবন ও জীবিকার ব্যাপক উন্নয়ন এবং প্রসার ঘটতো যার ফলে উৎপাদনের মাধ্যমে দেশের সামগ্রিক স্বাবলম্বীতা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে ৮৫% মানুষের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কোন প্রকারের চাপ নিতে হতো না। কিন্তু দেশের অবকাঠামো ক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলো সমগ্র বাঙালি জাতিকে ন্যাড়া করে দিয়েছে। এখন জনগণের জীবন পরিচালনার ক্ষেত্রে সর্বক্ষেত্রে অর্থনৈতিক দৈনতা বিরাজমান রয়েছে। শুধু পোশাক মোবাইল বিদ্যুৎ এই তিনটির খিচুড়ি খেয়ে সমগ্র দেশের মানুষ এক দৈব অশনি সংকেতের জালে আটকে আছে।
আজ,
রবিবার , ৪ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ , ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।