স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে জেলা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ লাইন্স ড্রিল সেডে আলোচনা সভা এবং নারীদের সম্মাননা প্রদান করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ। তিনি বলেন, নিজে নিজেকে ধন্য মনে করছি একজন মহিয়সী নারীকে আমরা সংবর্ধণা দিতে পেরেছি। আমারা যত উন্নতির দিকে যাচ্ছি তত আমাদের প্রতিযোগিতায় অংশ নিতে হচ্ছে। এক সময় ছিল যখন নারীরা অফিসে গিয়ে কাজ করবে তা ভাবাই যেত না। বর্তমান সময়ে প্রায় সকল ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ রয়েছে। দেশের প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী সভার বেশ কয়েকজন সদস্য ও জেলা প্রশাসক নারী। আমরা যদি সমঅধিকার চাই তাহলে নারীদেরকেও তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। এখন নারীরা অনেক কঠিন ও পরিশ্রমী কাজের সাথে জড়িত। নারীরা কর্মক্ষেত্রে পুরুষের চাইতে ধৈয্য রাখতে পারে।
এসময় আরো বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ব্রাকের কর্মকর্তা বদরুদ্দোজা আরেফিন, উপ পুলিশ পরিদর্শক শামীমা।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সকল কাজে নারীরা এগিয়ে যাচ্ছে। নারীকে বাদ দিয়ে পৃথিবীর কোনো দেশেই উন্নয়ন সম্ভব নয়। নারীরা এখন লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম। আমরা নারী পুরুষ মিলে এক সাথে কাজ করবো। দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হলে, নারীদের পাশে নিয়ে কাজ করতে হবে।
এসময় চাঁদপুর পুলিশের ডিআইও-১ মোঃ মনিরুল ইসলাম, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রশিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।