সম্পাদকীয়
জনমনে দাগ কাটছে না
ভূমিকা আর বাস্তবতা ভিন্ন খাতে প্রবাহিত হলে ফলাফল ভালো হয় না। এমন বিষয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবার-পরিজন পাড়া মহল্লা সমাজ ব্যবস্থা সর্বোপরি দেশের সার্বিক চলন্ত পরিবেশ বহুমুখী রূপ নেয়। দেশের প্রতি শ্রদ্ধাবোধ প্রতি প্রত্যেক ব্যক্তির মধ্যে বিরাজমান থাকলে বহুমুখী জীবন ব্যবস্থার প্রতিক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত হয়। লোভ লালসা অবৈধ পন্থা অবলম্বন করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার অপপ্রয়াস জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থেকে নিরব উশৃংখল মানসিকতা ভেতরে ভেতরে একটি দেশের সার্বিক অবস্থা দুমড়ে মুছরে দেয়। যার ফলে সমগ্র দেশের জনগণের উপর এর প্রভাব পড়ে থাকে। যখন একটি দেশের মধ্যে সরকার আপ্রাণ চেষ্টা করে জাতির সার্বিক উন্নয়নকে প্রতিষ্ঠা করতে দৃশ্যমান করতে এই চেষ্টাটার সাথে সম্পৃক্ত দেশের দায়িত্ববান ব্যক্তিদের আন্তরিকতা একাগ্রতা থাকে একমাত্র দেশের এবং জনগণের ভাগ্য উন্নয়নে তখন কোন আপত্তি থাকতে পারে না। কিন্তু যখন জনগণ দেশ পরিচালনার জন্য স্থায়ী দায়িত্ববান ব্যক্তিদের শরণাপন্ন হয়ে বিভিন্নভাবে হেও প্রতিপন্ন এবং অপদস্থ লাি ত হয় মানসিক এবং আর্থিকভাবে তখন কিন্তু ঘুরে ফিরে সকল অপবাদের ছাপ সরকারের ঘাড়ে গিয়েই পড়ে। অথচ সরকার মুষ্টিময় জনপ্রতিনিধির মাধ্যমে জাতির বিবেককে একীভূত করে থাকে। তাদের মাধ্যমে সমগ্র দেশ পরিচালিত হবে। জাতির জীবন ব্যবস্থায় পরিবর্তন আসবে। কিন্তু তা না হয়ে অভ্যন্তরীণভাবে জনগণ যখন অপদস্ত হয় লাঞ্ছিত হয় নিষ্পেষিত হয় তখন জনগণের মানসিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়ে থাকে। এই পরিবর্তনে জাতির সামনে সরকারের বুলি আওড়ানো ছাড়া আর কিছুই থাকে না। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বহুমুখী পদক্ষেপ এর ব্যাপক চিত্র দৃশ্যমান হয়ে আছে। যা অস্বীকার করার কোন যো নেই। এই জাতি স্বাধীনতা পেয়েছে এরো আগে জাতিগত স্বাধীনতা পেয়েছে এরপরে ভাষার স্বাধীনতা পেয়েছে এরপরে স্বাধীন ভূমি পেয়েছে পেয়েছে স্বাধীন মত প্রকাশের পদ্ধতি, পেয়েছে বিশ্বে পরিচিত হওয়ার মানচিত্র। এত সকল অর্জন নেতৃত্ব ছাড়া কখনোই সম্ভব ছিল না। যেকোনো জাতি কোন বিশেষ নেতৃত্বের অধীনে থেকেই ব্যাপকভাবে বিশেষত্ব অর্জন করে থাকে। কিন্তু সে অর্জন টাকে ঢেলে সাজাতে হলে সময়ের প্রয়োজন হয় অপেক্ষার প্রয়োজন হয় প্রয়োজন হয় সৎ ন্যায় নিষ্ঠ নীতিবান নেতৃত্বের বিশাল শৃংখল। সব ন্যয়নিষ্ঠ ও নীতিবান শৃংখলে আবদ্ধ থেকে জাতিকে যতটুকু সন্তুষ্টির বেষ্টনি ফড়ানো যায় অসৎ দুর্নীতিবাজ এবং দুর্নীতি পরায়ন শৃংখল বেষ্টনি দ্বারা দেশ এবং জাতির সেবা করা কখনো সম্ভব হয় না। দেশের সচেতন মহাল এবং সুচিন্তিত নৈতিক প্রতিভার ব্যক্তিদের থেকে আলোচনা এবং সমালোচনায় সবসময় সকল বিষয়গুলোই বেরিয়ে আসছে।