প্রেস বিজ্ঞপ্তি:
কুমিল্লা জেলার দেবিদ্বারে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির সময় একজনকে আটক করেছে র্যাব। ১১ মে সোমবার র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি আভিযানিক দল কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পুরান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় পরিবহনে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মোঃ নূর আলম (২৬), পিতা- মোঃ শাহ আলম, সাং- উত্তর গুনাইঘর (আজমত উল্লাহ মুন্সীর বাড়ি), থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে চাঁদাবাজির নগদ ২,৪০০/- টাকা, মোবাইল ফোন ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত ১০০ টি ভূয়া রশিদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার দেবিদ্বার পুরান বাজারসহ আশপাশের এলাকায় পরিবহনে চাঁদাবাজি করে আসছিল বলে স্বীকার করে। পরিবহনে চাঁদাবাজির মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আটক নূর আলমের বিরুদ্ধে কুমিল্লা দেবিদ্বার থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।