বিল্লাল ঢালী :
চাঁদপুর সদর উপজেলার ১৪নং ইউনিয়ন রাজরাজেশ্বরের লক্ষ্মীরচর একটি দূর্গম এলাকা। লক্ষ্মীরচর সদর উপজেলায় হলেও এটি নদীর মাঝে একটি চর এবং এখানেই হাজার হাজার মানুষ বসবাস করছে। এখানের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা। এলাকার মানুষের জীবিকা নির্বাহের জন্য পেশা হচ্ছে কৃষি কাজ এবং মাছ ধরা। নদীতে মাছ ধরা বন্ধ থাকার কারণে এলাকার অধিকাংশ মানুষ এখন বেকারত্বে দিনাতিপাত করছে। করোনার কারনে মানুষের চলাচলের নির্দেশনা থাকায় এলাকার সবাই বেকার জীবন যান করছে। করোনা তাদের জন্য মরার উপর খরার ঘাঁ হয়ে পড়েছে। খাদ্য যোগারের ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে অনাহারে জীবন যাপন করছে এলাকার সকল মানুষ। এলাকাটি দূর্গম হওয়ায় এলাকাটিতে তেমন কোন সাহায্য পৌঁছায়নি। এমন অবস্থায় চাঁদপুর সদর জেলা কোষ্টগার্ডের দৃষ্টি পড়ে এলাকাটির উপর। চাঁদপুর জেলা কোষ্টগার্ড লক্ষ্মীচরের নিরীহ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে এলাকার মানুষের দুর্দিনের কান্ডারী হিসেবে আর্বিভূত হয়েছে বলে এলাকার মানুষ মনে করে। কোষ্টগার্ড লক্ষ্মীচরের দুইশ পরবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী ছিলো: ৫ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১টি সাবান, ১ কেজি ডাল ইত্যাদি খাদ্যসামগ্রী। উক্ত খাদ্য সামগ্রি বিতরণ কালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার লেঃ এসএম লুৎফর রহমান, এসসিপিও (কমঃ) সৈয়দ দীন ইসলাম এবং আরো অন্যান্য সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান হাজ্বী হযরত আলী বেপারী।
লেঃ এস.এম লুৎফর রহমান বলেন, নদী রক্ষার পাশাপাশি আমাদের দায়িত্ব নদীর তীরে বসবাসকারী লোকদের খোঁজ খবর রাখা। আমরা জানি আজ দেশ কঠিণ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সকলের কাছে অনুরোধ আপনারা ধৈর্য্য ধরুন। আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। আমরা চেষ্টা করবো বিপদকালীণ সময়ে আপনাদের আরও সাহায্য সহযোগীতা করতে।
এলাকার দুস্থ্য কয়েকজন বলেন, আমাদের এই দুঃসময়ে কোষ্টগার্ড আমাদের জন্য আর্শিবাদ হইয়া আইছে। আমাদের এই এলাকার মানুষের কাজকাম বন্ধ হওনে কারো ঘরে খাওন নাই। এই দিয়া আমরা একটু খাইয়া বাঁচতে পারমু। এই এলাকায় আরো অনেক অসহায় আছে তাই অন্যগ একটু খেয়াল রাখন দরকার আমগো দিকে।
আজ,
শনিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ৮ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
শিরোনাম:
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।