বিনোদন ডেস্ক :
বলিউডে মাদক মামলায় নতুন করে জাল ফেলতে শুরু করেছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ম্যানেজার কারিশমার বাড়ি থেকে মাদক উদ্ধার করার পর নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। ‘জেলেবি’ অভিনেত্রীর গ্রেফতারির পর উঠে আসে দীপিকা পাড়ুকোন, সারা আলী খান, রাকুলপ্রীত সিং ও শ্রদ্ধা কাপুরদের নাম। এনসিবির জিজ্ঞাসাবাদের সময় দীপিকা, সারা, শ্রদ্ধারা দাবি করেন, তারা মাদক সেবন করেননি কখনও। সিগারেটের নামকরণ তারা বিভিন্নভাবে করতেন। ‘ডুব’, ‘ডুবিস’সহ একাধিক নামে সিগারেটের কথাই তারা আলোচনা করতেন বলে দাবি করেন অভিনেত্রীরা।
প্রসঙ্গত ২০১৭ সালে দীপিকা পাড়ুকোনের সঙ্গে কারিশমা প্রকাশের মাদক চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে মুম্বাইয়ের একটি পাবে হাজির হওয়ার আগে ‘মাল’, ‘হ্যাশ’ নামে বিভিন্ন শব্দ ব্যবহার করে ম্যানেজারের সঙ্গে কথা বলেন দীপিকা। যদিও অভিনেত্রী পালটা দাবি করেন, এসব বলতে তিনি ও কারিশমা সিগারেটের কথাই বুঝিয়েছেন। কোনও মাদক নয়, ছোট-বড় সিগারেটকেই তারা ‘মাল’, ‘হ্যাশ’ বলে সম্বোধন করেন বলে দাবি করেন দীপিকা।