রহমান রুবেল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং একইদিন জেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় বিগত মাসের কর্ম বিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মোঃ জামাল হোসেন।
আইনশৃঙ্খলা কমিটির সভায় অঞ্জনা খান মজলিশ বলেন, চাঁদপুর জেলাকে সুশৃংখল ও সুন্দরভাবে পরিচালনা করতে জেলা প্রশাসন সবসময় কাজ করে যাবে। চাঁদপুর জেলার আইন-শৃংখলার বাহিনীতে যারা আছেন তারা খুবই আন্তরিক। আমার বিশ্বাস এভাবে আলোচনা করে কাজ করলে সমস্যা গুলো সমাধান করতে সম্ভব হবো। বিভিন্ন অভিযান সম্পন্ন করা জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া কাজ করা সম্ভব নয়। বিশ্বাস করি সবার সহযোগিতা থাকবে। চাঁদপুরের সকল প্রতিষ্ঠানের দায়িত্ব¡শীল ব্যক্তিরা এক হয়ে কাজ করবেন যেন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি।
উপস্থিত বিভিন্ন বক্তাদের অভিযোগের আলোকে অঞ্জনা খান মজলিশ আরও বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী, চোরা কারবারি, মাদক ব্যবসায়ী, কালোবাজারি, জলদস্যুসহ সকলকে আইনের আওতায় এনে অপরাধ নির্মূলের জন্য একযোগে সকল প্রতিষ্ঠানকে কাজ করতে হবে।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম বার), জেলা আওয়ামীলগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন সাখাওয়াত উল্যাহ, নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমএ ওয়াদুদ, বীর নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, শাহরাস্তি উপজেলা চেয়ারম্যান বদরুল আলম, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান এমএ কুদ্দুস, উপজেলা মৎস্য অফিসার আসাদুল বাকি, জেলা নির্বাচন অফিসার মোঃ তোফায়েল আহমদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী। আলোচনা সভায় বিভিন্ন উপজেলা নির্বাহি অফিসার, চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের দায়িত্ব¡শীল প্রধানগন উপস্থিত ছিলেন। সভায় পরিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত সকলে বক্তব্য রাখেন।