তুহিন ফয়েজ:
মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবকের স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টায় পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১০জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম।
নির্বাচিনে ফজলুল হক সরকার ১৮২ ভোট পেয়ে প্রথম, কাউছার আহমেদ ১৮১ ভোট পেয়ে দ্বিতীয়, কাজী মোহাম্মদ জাকির হোসেন ১৬৭ ভোট পেয়ে তৃতীয় ও রফিক মৃধা ১৬৩ ভোট পেয়ে চতুর্থ এবং মহিলা অভিভাবক সদস্য পদে মনোয়ারা বেগম ১৭১ ভোট পেয়ে সদস্য পদ লাভ করেন। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য পদে মোঃ শাহজাহান মিয়া ও বাবু মন্টু কুমার মন্ডল এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে নির্বাচিত হন পার্বতী রাণী ভৌমিক।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা ২ বছর পর্যন্ত বিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেবে।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্যগণ ঐ দিনই সন্ধ্যার পর কেন্দ্রীয় আ.লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমÐলীর সভাপতি, মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় কাজী মিজানুর রহমান নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা শিক্ষার্থীদের অভিভাবকদের ভোটে নির্বাচিত হয়েছেন। তাই আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। স্কুলের উন্নয়ন, শিক্ষার মানউন্নয়নসহ স্কুলের সবধরনের উন্নয়নমূলক কর্মকান্ডের আমি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।