মো. মজিবুর রহমান রনি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট শুক্রবার সকাল ১১টায় আলীগঞ্জ পিটিআই অডিটরিয়ামে এই সভা ও দোয়ার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ায় সেল-এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সৈনিকদের অযথায় হয়রানি করবেন না। যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করে তারা সবাই বঙ্গবন্ধুর সৈনিক। প্রতিহিংসার বসবতি হয়ে কেউ দলীয় নেতা-কর্মীদের হয়রানি না করার অনুরোধ করছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবে আমরা সবাই মিলে কাঁদে কাঁদ মিলিয়ে তার জন্য কাজ করে বিজয় নিশ্চিত করবো।
হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বতু’র সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুব আলম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরে রহমান বেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সত্য ব্রত ভদ্র মিঠুন, জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান, পৌর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহম্মেদ, হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি গাজী নূর আহম্মেদ, পৌর কৃষক লীগের সভাপতি বজলুল হক, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ জিতু, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জি. নেছার আহম্মেদ, জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুশফিক রাশেদ গাজী, সদস্য জাহিদ হাসান নিরু, ছাত্রলীগ নেতা মো. সোহেল আহম্মেদ প্রমুখ।