বিল্লাল ঢালী:
চাঁদপুরে বুধবার পুরো দিনে ৭৫টি পরিবারে ত্রাণ পৌঁছে দিয়েছে ত্রাণ যাবে বাড়ি’র স্বেচ্ছাসেবকরা। ত্রাণ যাবে বাড়ি “প্রোগামের আওতায় আজ ৯এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪:00 টা পর্যন্ত হট লাইনে মোট ১৫৫ টি কল রিসিভ করা হয়েছে। তন্মধ্যে ৭৫ টি পরিবারকে ভলান্টিয়ার দিয়ে তাদের বাড়িতে ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে।
প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি আলু,১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, আধা কেজি ডাল, ১ কেজি আটা, ১টি হাত ধোওয়ার সাবান।
এ নিয়ে গত ৮দিনে ৮৯১টি পরিবারে ত্রাণ সহায়তা পৌছে দেয়া হলো।
খেটে খাওয়া মানুষ দিনমজুর, হতদরিদ্মর ও নিন্মমধ্যবিত্ত আয়ের মানুষের কথা চিন্তা করে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান একটি অভিনব কার্যক্রম চালু করেন গত ১এপ্রিল। তিনি নিন্মবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌছাতে দুটি হট লাইন নম্বর চালু করেছে। বৃহস্পতিবার থেকে এই দুটি হট লাইন নম্বরের কার্যক্রম শুরু হয়েছে। হট লাইন নম্বর দুটো হলো (০১৮২১-৬৫০৯৫৩, ০৩১-৬১১৫৪৫)।