মোহাম্মদ সোহেল:
দুইদিন বন্ধ থাকার পর নতুন নামে “উপহার যাবে বাড়ি” স্বেচ্ছাসেবীদের মাধ্যমে খাদ্য পৌঁছে দিচ্ছে প্রশাসন। শুক্র ও শনিবারের পূর্বে গত ৯দিনে ৮শ ৯১টি পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। রোববার দুপুর পর্যন্ত ১৫৫কল রিসিভ করে যাছাই-বাচাই করে ৭৫টি পরিবারে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে। দুই দিন বন্ধ থাকার পর পূর্বের শ্লোগান “ত্রাণ যাবে বাড়ি” পাল্টে এখন ‘উপহার যাবে বাড়ি’ শ্লোগানে খাদ্য সহায়তা পৌঁছানো হবে বলে জানান চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ জামান।
চাঁদপুর জেলা প্রশাসনের “ত্রাণ যাবে বাড়ি” কার্যক্রমে সংশ্লিষ্ট ২টি হট নাম্বারে কল করে পহেলা এপ্রিল থেকে এখন পর্যন্ত ৮’শ ৯১ জন লোক ত্রাণ সহযোগিতা পেয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কন্ট্রোল রুমে ফোন দিয়ে (০১৮২১-৬৫০৯৫৩, ০৩১-৬১১৫৪৫) যে কেউ ত্রাণ সহায়তা চাইলে তার নাম, ঠিকানা নোট নেবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। রাত ৯টা থেকে ১২টার মধ্যে সারাদিন ত্রাণ সহায়তা চাওয়া ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেবেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।