বিল্লাল ঢালী:
সরকারের তরফ থেকে বরাদ্দকৃত ত্রাণের চাল বাড়িতে না রেখে স্ব স্ব কার্যালয়ে রাখার জন্যে নির্দেশ দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। শুধু তই নয়,খাদ্য গুদাম হতে ত্রাণের চাল উত্তলনের পূর্বে এবং বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় থানাকে অবহিত করার জন্যেও বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে স্থানীয় সরকার চাঁদপুর এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ জামান।
৪৬.৪৪.৪২৩.০০.০৩০.০১.০০৪.২০-২১৩ স্মারকে এ নির্দেশনা দেয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, কোনো কোনো জনপ্রতিনিধি করোনা ভাইরাস উপলক্ষ্যে জনসাধারণে নিকট বিতরণের জন্যে বরাদ্দকৃত ত্রাণের চাল স্থানীয় খাদ্য গুদাম হতে উত্তলনের পর স্ব স্ব কার্যালয়ে সংরক্ষণের পরিবর্তে নিজ বাসা বাড়িতে সংরক্ষণ করছেন।যার ফলে কিছু কিছু ক্ষেত্রে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে।
করোনা ভাইরাস উপলক্ষ্যে জনসাধারণের মাঝে বিতরণের জন্যে বরাদ্দকৃত ত্রাণের চাল স্থানীয় খাদ্য গুদাম হতে উত্তলনের পর স্ব স্ব কার্যলয় হতে বিতরণের জন্যে অনুরোধ করা হলো। এছাড়া খাদ্য গুদাম হতে ত্রাণের চাল উত্তলনের পূর্বে এবং বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় থানাকে অবহিত করার জন্যে অনুরোধ করা হলো।