সোবহান ফারুক:
মতলব উত্তর উপজেলার ১৩নং ইসালামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিতারকান্দি গ্রামের শীতার্তদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেছেন ইউপি সদস্য নিপেন্দ্র চন্দ্র দাস। গতকাল শনিবার বিকেলে এলাকার শীতার্ত মানুষের মাঝে তিনি এসব কম্বল বিতরণ করেন। এসময় করোনা সচেতনতায় স্থানীয়দের মাঝে মাস্কও বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, মতলব পৌর কৃষক লীগের আহ্বায়ক গোলাম হায়দার মোল্লা, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খান, যুবলীগ নেতা লিটন দাস, সঞ্জয় দাস, শীতল দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি সদস্য নিপেন্দ্র চন্দ্র দাস বলেন, করোনা প্রতিরোধে সতর্ক থাকতে হবে এবং সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া শীতার্তদের মাঝে আমার ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।