বিল্লাল ঢালী:
করোনা ভাইরাস আক্রান্ত নারায়নগঞ্জ ও ঢাকা থেকে পালিয়ে চাঁদপুরে আসা লোকজনকেও ১৪ দিন হোম কোয়ারন্টোইনে থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বভিাগ । চাঁদপুররে ৮ উপজলোয় ঢাকা ও নারায়নগঞ্জ ফেরত ১৭৬ কে হোম কোয়ারন্টোইনের আওতায় আনা হয়ছে । আর ওসব বাড়িতে লাশ নিশান সাটিয়ে দেয়া হয়েছে। কোথাও কোথাও সড়ক বন্ধ অবরুদ্ধ করে দিয়েছে স্থানীয়রা।
চাঁদপুরের সিভিল সার্জন, চাঁদপুরে এ পর্যন্ত ২৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ১৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আর বাকী সাত জনের রিপোর্ট অপেক্ষায় রয়েছে। অপরদিকে গত ২৪ ঘন্টায় সন্দহেভাজন ১১জনের নমুন সংগ্রহ করে আজ ঢাকা পাঠানো হয়েছে। এছাড়া করোনা উপর্সগ নিয়ে চাঁদপুরে আইসোলশেন ওর্য়াডে চিকিৎসাধীন রেয়েছে এক তরুণীসহ ৩ জন ।
অপরদিকে চাঁদপুরের বিভিন্ন এলাকায় ১০টাকা কেজি দরে চাল বিক্রিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।