মেহেদী হাসান, ঢাকা:
ঢাকার মানিকনগর এলাকার কিছু যুবকের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৬এপ্রিল (সোমাবার) মানিকনগরের বালির মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদিন ৩শ ৩০টি পরিবারকে চাল, ডাল আলু, হলুদের গুড়া, মরিচের গুড়া ও ডিটারজেন্ট পাউডার দেয়া দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুবক জানায়, প্রথম এলাকার হতদরিদ্রের তালিকা করেছি। কেউ যেন দুই বার না সহায়তা না পায় সে বিষয়টিও লক্ষ্য রেখেছি। আমরা বাড়ি বাড়ি গিয়ে পূর্বেই টোকেন নিদেয় এসেছে। পরে নির্ধারিত দিনে সবাই এসে টোকেন জমা দিয়ে খাদ্য সহায়তা নিয়ে গেছে।
সাধারণ মানুষ খাদ্য সহায়তা পেয়ে আয়োজনে সম্পৃক্ত যুবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।