প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং আইণ বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি
অ্যাড. মোঃ ফজলে রাব্বী মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
গতকাল শনিবার (২৩ জুলাই) এক শোক বার্তায় তিনি অ্যাড. মোঃ ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, অ্যাড. ফজলে রাব্বী মিয়া ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন সংগঠক। তিনি একজন পরিশীলিত রাজনীতিবিদ এবং গণমানুষের নেতা ছিলেন। দেশ এবং দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ। এই রাজনীতিবিদের মৃত্যু এ দেশের রাজনীতিতে গভীর শূন্যতার সৃষ্টি করলো। সংসদীয় ধারার রাজনীতিতে তিনি অনবদ্য অবদান রেখে গেছেন। সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার চমৎকার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অনবদ্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরন করবে।
প্রসঙ্গত, ডেপুটি স্পিকার অ্যাড. মোঃ ফজলে রাব্বী মিয়া (৭৬) শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত আনুমানিক ২টার দিকে যুক্তরাষ্ট্রের (স্থানীয় সময় বিকেল ৪টা) নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।