দেশমাতৃকার টানে দেশকে ভালোবাসা আর দেশের জন্য সারা জীবন ব্যাপী কর্মপরিক্রমা নিয়ে পড়ে থাকা সবার হয়ে উঠে না। এরপরও কিছু মানুষ থাকেন যাদের দেশ সেবা নেশায় রূুপ নিয়েছে। এই নেশা থেকে পরিবার পরিজনের নৃশংস হত্যাকাণ্ডের যন্ত্রণাকে হৃদয়ে ধারণ করে আজো দেশের জনগণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি জননন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মহামারী করোনা ভাইরাস এর তান্ডবে যখন পৃথিবীর বিভিন্ন এলিট দেশ ও দেশের প্রধান দিশেহারা তখন আমাদের প্রধানমন্ত্রীর দূরন্তপনায় ডিজিটাল প্রযুক্তির স্রোতে পৌঁছে আছেন আপামর জনতার হৃদয়ের স্পন্দনে। দৈনিক শপথ পত্রিকা শিরোনাম করেছে চাঁদপুরে দুই উপকার ভোগীর সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আধুনিক পৃথিবীতে যার শাসন আর উপটোকন দুটো মিলেছে এমন মহামারীকালে বিরল দৃষ্টান্ত হিসেবে থাকবে। শুধু চাঁদপুর জেলার ১ লাখ ৯৫ হাজার ২২ জন পাবে ডিজিটাল সেবা। তাহলে সমগ্র বাংলাদেশে কতজনকে দেওয়া হবে নির্দিষ্ট করে এই ডিজিটাল সেবা। জীবন জীবিকার প্রতিটি চাহিদার কোনটিতে নেই প্রধানমন্ত্রীর সরব আবির্ভাব। অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এবং যোগাযোগ এসবের সকল ক্ষেত্রে বিস্তৃত তাঁর আঁচল তলে। এতসব যাদের জন্য তাদের মাঝে রয়েছে বিশাল একটি অংশ নিচক ঘটনার জন্মদাতারা। তারা তৃণমূল পর্যায়ের মানুষদের থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত এদের নিকৃষ্ট হীনমন্যতা ভেস্তে দিচ্ছে সরকারের সকল কর্মজজ্ঞ। তারা দেশকে করতে চায় দেউলিয়া। কিন্তু প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ প্রচেষ্টার ফল আজকের এই বাংলাদেশ। ক্ষমতা আর ক্ষমতার বিকেন্দ্রীকরণ তৃণমূল পর্যায়ের দিকে তদন্ত সম্পৃক্ত নজর দেওয়া জরুরি। এমন সব তৃণমূল পর্যায়ের দলীয় এবং স্থানীয় সরকার প্রশাসনের বলয়ে রয়েছে ঘাতক জাতের বেশির ভাগ জনবল। যারা তৃণমূল সামাজিক জীবনের হুমকি। কিন্তু কেন জানি এরাই হয়ে যাচ্ছে বিভিন্ন শ্রেণীর কর্ণধার। এটাই এখন জনদূর্ভোগের মূল কারণ আর সরকারের ভাবমূর্তি নষ্টালজিক নাগরিক। তবে এদের গুরুত্বপূর্ণ স্তরে আসার মাধ্যম নির্বাচন সংস্কৃতি। এই নির্বাচন সংস্কৃতি কুলশিত হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। ফলে সরকার আর জনগণের মাঝে পার্থক্য জিইয়ে রেখেছে এরা।
এতসব উন্নয়ন করার পর সরকারের প্রতি জনগণের কোন অনিহা থাকার কথা নয়। কিন্তু উন্নয়ন আর অনিহাকে একান্ত সংযোগ কখনোই সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রীর প্রতি জনগণের একটাই আবেদন যে কূট কৌশলীদের উপর নজর দিয়ে উন্নয়ন আর জনগণের মাঝে ব্যবধান দূর করুন।