সম্পাদকীয়
সড়কের নাবিকেরা এখন মাতাল হয়ে গেছে। তাদের মাতলামির বলি হচ্ছে শিশু-কিশোর আবাল বৃদ্ধ বনিতা। এই মাতলামির জীবনে কত হাজার হাজার লোকের জীবন চলে গেছে তার সংখ্যা না বলতে পারলেও আঁচ করা যায়। সড়কের এই দুর্ঘটনাগুলোর উপর নজর দিলে নিরাপদ করার জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার পরেও কেন সড়ক ব্যবহার চালক-হেলপার জনগণের এখনো কেন সচেতন হচ্ছে না। ২১ মে দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ চাঁদপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ২ যাত্রীর মৃত্যু। সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রতিদিন কয়েক দশক সড়ক দুর্ঘটনা ঘটনা উঠে আসছে। কি করলে কিভাবে চললে সড়ক আইন কি বিধান সম্পৃক্ত করলে কি বিধান সরালে মালিক-শ্রমিক জনগণ ড্রাইভারের সঠিক সড়ক চলাচলের অভ্যাসে পরিণত হবে? তারপর বিভিন্ন সভা সেমিনার অনুষ্ঠান বিভিন্ন সংগঠনের বিভিন্ন সমাবেশ করে ও জনগণের মধ্যে বলতে সার্বিকভাবে সকল জনগণের মধ্যে এই বিষয়ে সচেতনতা এখনো কেন অভাব সেটা উদঘাটন করা জরুরি। তথ্যপ্রযুক্তির যুগে এসে মান্ধান্তার আমলের চলমান পদ্ধতি গাড়ি আর মানুষের জীবন পরিচালনার পেক্ষাপটের মাঝে রয়ে গেছে বিস্তর ফারাক। বিভিন্ন বিষয়ে আধুনিকতা এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক প্রাপ্তি-অপ্রাপ্তি যোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন তাৎক্ষণিক পরিস্থিতির একটা বিষয় উপকৃত হচ্ছে যাকে ডিজিটাইজেশন বলা হয়। সেই ডিজিটালাইজেশনের প্রক্রিয়া পদ্ধতির কারণে জনগণের সার্বিক চলাচলের ক্ষেত্রে এখনো ডিজিটাইজেশন হয় নাই। বিশ্লেষকদের মতে সচেতন মহলের মতে যখনই দেশের সার্বিক পরিস্থিতিতে ডিজিটালাইজেশনের চাপ লেগে গেছে তখন যোগাযোগের ক্ষেত্রে মানুষের এখনো ডিজিটালাইজেশনের পদ্ধতি অবলম্বন করা হয় নাই। পদ্ধতি গ্রহণ করা হয় নাই। ডিজিটালাইজেশনের ১৫ বছর আগে বাংলাদেশ সড়কের যে সকল যন্ত্রপাতি যেসকল যান্ত্রিক যান চলাচল করত সেই সকল যান্ত্রিক যন্ত্রগুলোর বাহ্যিক অবকাঠামো পরিবর্তন করে ডিজিটালাইজেশনের যুগে এসে সেগুলো এখনো ব্যবহার হচ্ছে। জনগণের যাতায়াতের ক্ষেত্রে আমূল পরিবর্তন প্রয়োজন ছিল। সেই পরিবর্তন না আসার কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। প্রতি প্রত্যেকটা বিষয় ডিজিটালাইজেশনের ছোঁয়া লেগেছে ফলে বিভিন্ন কাজ খুব দ্রæততার সহিত হচ্ছে। যদিও ব্যতিক্রমও অনেক রয়েছে। সেটা বড় কথা নয় বড় কথা হলো ডিজিটালাইজেশনের প্রত্যেকটা ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে সড়কের যানবাহনের ক্ষেত্রে এখনো ডিজিটালাইজেশনের সেই প্রক্রিয়া চালু হয় নাই। সার্বিক ডিজিটাইজেশন এবং সড়কে যানবাহনের ক্ষেত্রে সাংঘর্ষিক পরিস্থিতি সামাল না দিতে পারলে সড়ক দুর্ঘটনা কখনও থামবে না।