সাগর আচার্য্য:
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (২২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের মোঃ মাঈনুদ্দিন (২৪) এবং ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের মোঃ কামাল মিয়াজী (৩০)।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্ত¡াবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সোমবার রাত ৯টা থেকে থেকে সাড়ে ৯টা পর্যন্ত চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদশর্ক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডস্থ শ্যামল শীলের সেলুনের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ বিশ হাজার টাকা। পরে আটককৃতদের বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।