স্টাফ রিপোর্টারর:
ডাক্তার কখনো পালায় না বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা বিএমএ-এর সাধারন সম্পাদক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক মাহমুদুন্নবী মাছুম। তিনি তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দিয়ে একথা বলেন।
ডাঃ মাহমুদন্নবী মাছুম স্ট্যাটাসে আরো বলেন, করোনা আক্রান্ত ১৬৪ জনের মধ্যে ৯ জন চিকিৎসক। চিকিৎসকরা ৫২ তে পালায়নি,৭১ এ পালায়নি,৯০ এ পালায়নি,২০২০এ ও পালাবে না,নিশ্চিত থাকুন।শেষ মানুষটি যে করোনার বিরূদ্ধে যুদ্ধ করবে সে একজন চিকিৎসকই। জয় বাংলা।