রহমান রুবেল:
চাঁদপুর ও কুমিল্লার অংশে প্রবাহমান ডাকাতিয়া নদী পূন:খনন এর সম্ভাব্যতা যাচাইয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা ফজলুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খান।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পূর্বাঞ্চল, জহির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) অসীম চন্দ্র বনিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মেঘনা-ধনগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা এবং ঢাকা থেকে আগত পানি উন্নয়ন বোর্ডের এসোসিয়েট স্পেশালিষ্ট আসাদুল কবির ও টেকনিক্যাল টিম।
এ প্রকল্পটি অনুমোদিত ও বাস্তবায়িত হলে ডাকাতিয়া নদী প্রাণ ফিরে পাবে ও এর নান্দনিকতা বৃদ্ধি পাবে।