স্টাফ রিপোর্টার:
ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও ডাকাতিয়া ও মেঘনা নদীর মোহনায় ট্রালার ডুবির ঘটনায় নিখোজ নাছিমা বেগমের কোনো হদিস পাওয়া যায়নি। যদিও কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরদিকে এমভি লামিয়া লঞ্চটির মাস্টারসহ ৪ জনকে আটক করেছে নৌ পুলিশ।
চাঁদপুর বিআইডব্লিওটিএর উপপরিচালক এ কে এম কায়সারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অপ্রত্যাশিত বিষয় হচ্ছে নিখোঁজ নাছিমার বেগমের খোঁজ এখনো মিলেনি। তবে ডুবরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে যত দ্রুত সম্ভব নিখোঁজ মহিলার সন্ধানের চেষ্টা করা হচ্ছে।