মো. মজিবুর রহমান রনি:
ফরিদগঞ্জের তেলিসাইর গ্রামে ডাকাতির ঘটনায় মামলা করতে সহযোগিতায় করায় মিথ্যা অপবাদের শিকার হয়েছেন মনির হোসেন নামে এক প্রবাসী। ডাকাতির ঘটনা ধামাচাপা দিতে প্রবাসীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপবাদ রটিয়ে সংবাদ প্রকাশ করার ঘটনায় বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় তেলিসাইর গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে প্রবাসীর স্ত্রীর ভাষ্য মতে গিয়ে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের তেলিসাইর গ্রামের ২৩ জুলাই শনিবার রাতে মোল্লা বাড়ির প্রবাসী হাবিবুর রহমানের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় মুখোশ পরিহিত চারজনকে চিনতে পারে প্রবাসীর স্ত্রী।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেনের কাছে অভিযোগ দিয়ে কোন সমাধান মিলেনি। ঘটনার একদিন পর ২৫ জুলাই প্রবাসী মনির হোসেনের সহযোগিতায় প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে ৫ জনের নাম উল্লেখ করা হয়।
অভিযুক্তরা হলেন, তেলিসাইর গ্রামের খোকন মিয়ার ছেলে পারভেজ, আব্দুল হাই নান্টুর ছেলে আব্দুল কাদের, ইউসুফ মিয়ার ছেলে শাখাওয়াত, শাহ আলমের মো. রবিউল ও রাকিব হোসেন।
থানায় অভিযোগ করে বাড়িতে আসার কয়েক ঘন্টায় পর সাংবাদিক পরিচয়ে কয়েকজন লোক প্রবাসী হাবিবুর রহমানের ঘরে উপস্থিত হয়। ওই সময় তারা প্রবাসীর স্ত্রীর কাছে মনির হোসেন সম্পর্কে বিভিন্ন কথা বার্তা জিজ্ঞেস করে। একদিকে তারা গোপনে ভিডিও ধারণ করেন। এ সময় বাড়ির লোকজন ও প্রবাসী হাবিবুর রহমানের আত্মীয় স্বজন ছুটে আসলে তারা দ্রæত স্থান ত্যাগ করে।
পরে তেলিসাইর গ্রাম থেকে তিন কিলোমিটার দূরে রূপনগর নামক স্থানে একটি কলা বাগানে ইউপি সদস্য জাকির হোসেন এবং ডাকাতির ঘটনায় জড়িত কয়েকজন ভিডিও সাক্ষাৎকালে ডাকাতির ঘটনা আড়াল করতে প্রবাসী হাবিবুর রহমানের স্ত্রী ও প্রবাসী মনির হোসেন মিয়াজীকে নিয়ে অপমান জনিত কথাবার্তা বলে।
এ নিয়ে একটি অনলাইনে সংবাদ প্রকাশ করার ঘটনায় তেলিসাইর গ্রামের সাধারণ মানুষ উত্তেজিত হয়ে পড়ে। তারা এ মিথ্যা অপবাদের প্রতিবাদে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করে। এসময় জাকির মেম্বারের বিভিন্ন অপকর্ম তুলে ধরে।
প্রবাসী মনির হোসেন মিয়াজী বিদেশ থেকে দেশে আসে এলাকায় সাধারণ মানুষের মধ্যে লেগে থাকা বিবাদ মিটিয়ে সঠিক বিচার করে আসছে। এতে ইউপি সদস্য জাকির মেম্বারসহ কয়েকজনের সাথে তার দ্ব›দ্ব সৃষ্টি হয়। বিচার বাণিজ্য বন্ধ হয়ে পড়ায় ষড়যন্ত্রমূলকভাবে প্রবাসী মনির হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ তুলে বলে কয়েকজন জানান।
মনির হোসেন প্রবাসে উপার্জিত অর্থে তেলিসাইর গ্রামে সাধারণ মানুষের চলাচলে নিজের অর্থায়নে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার এবং গরিব অসহায় মানুষকে বিপদে-আপদে সহযোগিতা করে আসছেন।
এ বিষয়ে প্রবাসী হাবিবুর রহমান মুঠো ফোনে বলেন, আমার ঘরে ডাকাতির ঘটনা ধামাচাপা দিতে একটি পক্ষ মনির হোসেন ও আমার স্ত্রীর বিরুদ্ধে অপমান জনিত কথাবার্তা উঠায়। মনির আমার আপন খালাতো ভাই। এ ঘটনাটি সর্ম্পূণ মিথ্যা এবং বানোয়াট।
ইউপি সদস্য জাকির হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সেদিন কি হয়েছে তা সবাই জানে।